দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত অর্থ ব্যবহারে সময় বাড়ানো হয়েছে। ব্যাংকটির ১৫ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় (এজিএম) এতে অনুমোদন দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
ব্যাংকটির আইপিও ফান্ড ব্যবহারে শেয়ারহোল্ডাররা আগামি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোতে অনুমোদন দিয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে।