1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৭ কোম্পানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Board-metting-600x337

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যমুনা অয়েল, ব্যাংক এশিয়া, ফার ইস্ট নিটিং, আফতাফ অটোমোবাইলস, নাভানা সিএনজি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এপেক্স ট্যানারী, ন্যাশনাল টিউবস, সামিট পাওয়ার, লাভেলো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন, দুলামিয়া কর্টন, সিনোবাংলা, খুলনা পাওয়ার, ফু-ওয়াং ফুড এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো।

এদের মধ্যে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকেল ৪টায়, যমুনা অয়েলের আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায়, ব্যাংক এশিয়ার আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ফার ইস্ট নিটিংয়ের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, আফতাফ অটোমোবাইলসের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, নাভানা সিএনজির আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায়, এপেক্স ট্যানারীর আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল টিউবসের আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায়, সামিট পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, লাভেলো আগামী ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশনের আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায়, দুলামিয়া কর্টনের আগামী ৩০ এপ্রিল দুপুর আড়াইটায়, সিনোবাংলার আগামী ২৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায়, খুলনা পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা ১৫ মিনিটে, ফু-ওয়াং ফুডের সকাল সাড়ে ১০টায় এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোর আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায় শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ