শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়। কোম্পানিটির ঘোষিত নগদ লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডাররা অনুমতি দেয়।
এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, পরিচালক সালাউদ্দিন ইউসুফ, ডা: ইসরাত জাহান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক ওয়াহিদ উদ্দিন চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ মশিউর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা হেলাল উদ্দিন এবং হেড অব কর্পোরেট ফাইন্যান্স মফিজুর রহমান উপস্থিত ছিলেন।