1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

৯ মাসে ব্যাংক খাতের আয় ৫ হাজার ১৬৬ কোটি টাকা

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
Banks-listed

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় ৫ হাজার ১৬৬ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের।

তবে পরিশোধিত মূলধনের তূলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ১.৮৩ টাকা।

৩০ ব্যাংকের ২০২০ সালের প্রথম ৯ মাসের সমন্বিত অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগের বছরের ৯ মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছিল ৪ হাজার ৯২২ কোটি ৮২ লাখ টাকা। ওই সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছিল ১.৭৭ টাকা।

প্রাপ্ত তথ্যমতে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের ৯ মাসে সবচেয়ে বেশি ৩৬৯ কোটি ৭২ লাখ টাকা মুনাফা নিয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরে ৩৪৫ কোটি ৭৮ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৩০৮ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে সিটি ব্যাংকের।

তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ৯ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ১১ কোটি ২৯ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ২০ কোটি ৬৪ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের এবং ২৩ কোটি ৪৯ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে এবি ব্যাংকের।

এদিকে মুনাফায় ইসলামী ব্যাংক সবার উপরে থাকলেও ব্যাংকটি ইপিএসে ৯ম স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৯ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের ইপিএস ৪.০৮ টাকা। আর ৩.৬৪ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

নিম্নে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ৯ মাসের নিট মুনাফা, ইপিএস ও ৩০ সেপ্টেম্বরের পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল।

এছাড়া তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মোট ৩১ হাজার ২৭২ কোটি ৭৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ১৯তম স্থানে।

এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ২২তম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৬১০ কোটি টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ১ম অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪১৪ কোটি ১৭ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২৮তম স্থানে রয়েছে রূপালি ব্যাংক। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৫০১ কোটি ৯৪ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৫তম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৫৫০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২য় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ।

বর্তমানে ১৩টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, পূবালি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ