1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
Exim

দেশের বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতভাবে শেয়ারধারীদের এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

প্রাপ্ত তথ্যমতে, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মিসেস নাসরিন ইসলাম, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, মেজর (অব.) খন্দকার নূরুল আফসার, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান রঞ্জন চেধুরী, খন্দকার মো. সাইফুল আলম, অধ্যাপক মো. সেকান্দার খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ