পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পরবর্তী বোর্ড সভার তারিখ জানিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা পৌনে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে। এছাড়া এই বৈঠকে শেয়ারহোল্ডার জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৬ টাকা ১১ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের (২০২৪) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭১ পয়সা।