1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

সালমান এফ রহমানের ৬,৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেরসকারি খাত ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ারবাজারে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে তার নানা প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে। এই তথ্য সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া গেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) এর অনুরোধে বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব শেয়ার জব্দ করেছে। পাশাপাশি আরও অন্যান্য কোম্পানির ৭০০ কোটি টাকার শেয়ারও জব্দ করা হয়েছে বলে বিএসইসি সূত্র জানিয়েছে।

গত আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ব্যাংক হিসাব এবং শেয়ারবাজার থেকে ২২ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিএফআইউ। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি এবং শেয়ারবাজার থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।

এছাড়া, আলোচ্য সময়ে ১১২টি মামলার আওতায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইউ। যেসব হিসাবের মধ্যে অনিয়ম পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ