1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ০ বার দেখা হয়েছে
agni-systems

বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৫ শতাংশ অবদান অগ্নি সিস্টেমসের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ৭৮ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৭ কোটি ৫৯ লাখ টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৯৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৫৬ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ