1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের হার ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

রোববার (২৫ আগস্ট) বিকালে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।

২০২০ সালের ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক। ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে আলোচিত বন্ড ইস্যু করা হয়।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ