শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট
সমাপ্ত ২০২৩ অর্থবছরে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫ টাকা ৮৮ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে বে লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১ পয়সা।
আগামী ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২২ জুলাই।
ইউনিয়ন ক্যাপিটাল
সমাপ্ত ২০২৩ অর্থবছরে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ১১ টাকা ৯৫ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৫১ টাকা ৩ পয়সা।
আগামী ১০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।
ইসলামিক ফাইন্যান্স
সর্বশেষ সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪২ পয়সায়।
আগামী ২২ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।