1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

এপেক্স ফুটওয়্যারের জমির মূল্য ৫শ কোটি ছাড়িয়েছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মালিকানাধীন জমির মূল্য ৫শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির জমির মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (৫ জুন) অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের ২৭৭তম সভায় কোম্পানির সব জমির পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর এই প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি।

সূত্র জানিয়েছে, গত ২০২২-২৩ অর্থবছরেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এপেক্স ফুটওয়্যারের সব জমির মূল্য ছিল ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসেবে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমির বর্তমান মূল্য সর্বেশষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা মূল্যের চেয়ে ২৫৫ শতাংশ বেশি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ