1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

সপ্তাহজুড়ে উভয় স্টকে ৬ কোম্পানির দাপট

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) পতন প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। বাজারের পতনের মধ্য দিয়েও দেশের উভয় স্টকে দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- লিগাসি ফুটওয়ার, সোনালী লাইফ ইন্সুরেন্স, ই-জেনারেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি, গোল্ডেন হার্ভেস্ট এবং মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই ৬ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিগাসি ফুটওয়ার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ২১.২১ শতাংশ দর বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২০.৭১ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সোনালী লাইফ ইন্সুরেন্স। আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৭.৯৩ শতাংশ।

সিএসইতে দর বৃদ্ধির তালিকায় প্রতিষ্ঠানটি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৬.৮১ শতাংশ।

ডিএসইর দর বৃ্দ্ধির তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে ই-জেনারেশন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৬.২২ শতাংশ।

সিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকায় কোম্পানিটি চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৮৫ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৫৫ শতাংশ।

সিএসইর দর বৃদ্ধির তালিকায় কোম্পানিটি পঞ্চম স্তানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৪০ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে গোল্ডেন হার্ভেস্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.২৯ শতাংশ।

সিএসইর দর বৃদ্ধির তালিকায়ও কোম্পানিটি অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৫১ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় নবম স্থানে অবস্থান করছে মুন্নু সিরামিক। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৭৬ শতাংশ।

সিএসই দর বৃদ্ধির তালিকায় কোম্পানিটি দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৫১ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ