1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

স্বস্তির বৃষ্টির দেখা মিললো রংপুরে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

দীর্ঘ ১৫ দিনের বেশি দাবদাহের পর উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের বিভিন্ন স্থানে রাতে বৃষ্টির দেখা মিলেছে। এর ফলে স্বস্তি ফিরেছে এলাকায়।

বুধবার (০১ মে) দিবাগত রাত ২টার পর জেলার বদরগঞ্জ, পীরগাছা ও মিঠাপুকুরে বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাত ২টার পর হঠাৎ বৃষ্টির শব্দ শুনতে পান তিনি। কিন্তু তৎক্ষণাৎ বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। টানা দাবদাহের পর এই টুকুই অনেক স্বস্তি।

রংপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে, তবে কত মিলিমিটার তা পরিমাপ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা আরও জানান, মাঝরাতে টিনের চালে কয়েক ফোটা বৃষ্টির শব্দ শোনা যায়। সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। পরে মাঝরাতে কয়েক ফোটা বৃষ্টি পড়ে।

এদিকে বৃহস্পতিবার সকালে রংপুরের আকাশে সূর্য উঠলেও আবহাওয়া শীতল রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর অঞ্চলে বৃহস্পতিবার দিনে বা রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ