1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ফিরেছে ১২ খাত

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
dse weekly return

গত পাঁচ সপ্তাহ যাবত সাপ্তাহিক রিটার্নে বিনিয়োগকারীরা টানা লোকসানে রয়েছে। সপ্তাহগুলোতে কদাচিত দুই-একটা খাতের শেয়ারে মুনাফায় ছিল। আগের সপ্তাহে ২০টি খাতের মধ্যে ১৯টি খাতের শেয়ারেই বিনিয়োগকারীরা লোকসানে ছিল।

তবে বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) কিছুটা পরিবর্তন হয়েছে। আলোচ্য সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। যার কারণে সাপ্তাহিক রিটার্নের চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। এই সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক রিটার্নে মুনাফায় ফিরেছে ১২ খাতের বিনিয়োগকারীরা। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। সপ্তাহশেষে বস্ত্র খাতে শেয়ারের দাম বেড়েছে ৪.৬৮ শতাংশ।

খাতভিত্তিক মুনাফায় থাকা দ্বিতীয়টি হলো সিরামিক খাত।সিরামিক খাতে দর বেড়েছে ৩.৭১ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১.০৯ শতাংশ, খাদ্য খাতে ০.৯০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৮৬ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ০.৭১ শতাংশ, ট্যানারি খাতে ০.৬২ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ০.৬২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৪৪ শতাংশ, আর্থিক খাতে ০.৪২ শতাংশ, সাধারণ বিমায় খাতে ০.৩৪ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ