সপ্তাহের প্রথম কর্মদিবস শেয়ারবাজারের শীর্ষ মূলধনী কোম্পানি গ্রামীণফোনের শেয়ারদর কমেছে সর্বোচ্চ ৮.৭২ পয়েন্ট। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৭ পয়েন্ট। দ্বিতীয় কর্মদিবস কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১.৬৯ শতাংশ। যার ফলে ডিএসইর সূচক আরও কমেছে ৭ পয়েন্ট। অর্থাৎ ফ্লোর প্রত্যাহরের পর গ্রামীণফোন ডিএসইর সূচক কমিয়েছে ২৪ পয়েন্ট।
এদিকে, গতকাল সোমবার থেকে শেয়ারবাজারের আরেক শীর্ষ মূলধনী কোম্পানি বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ-বিএটিবিসি’র শেয়ার ফ্লোর প্রাইসবিহীন লেনদেন শুরু হয়। ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ। যার ফলে ডিএসইর সূচক কমেছে ২৪ পয়েন্ট।
এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর গ্রামীণফোন ও বিএটিবিসি প্রধান শেয়ারবাজার ডিএসই’র প্রধান সূচক কমিয়েছে ৪৮ পয়েন্টের বেশি।