1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

আজ দরবৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ বার দেখা হয়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মনোস্পুল পেপারের শেয়ারদর আগের কার্যদিবসে ছিল ১৫১ টাকা ৬০ পয়সা যা বেড়ে আজ হয়েছে ১৬৬ টাকা ৭০ পয়সা। আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। পেপার প্রসেসিংয়ের শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দর আগের দিনের তুলনায় বেড়েছে যথাক্রমে- এস্কয়ার নিটের ৯ দশমিক ৬৮ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯ দশমিক ২ শতাংশ, ভিএফএস থ্রেডের ৮ দশমিক ৯৭ শতাংশ, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ৮ দশমিক ৫৭ শতাংশ, বিবিএস’র ৭ দশমিক ৩১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ৮১ শতাংশ, এসএস স্টিলের ৬ দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ