1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

আজ দরবৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮ বার দেখা হয়েছে
Crystal

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৭ টি প্রতিষ্ঠানের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসে ছিল ১০৬ টাকা ৪০ পয়সা যা বেড়ে আজ হয়েছে ১১৭ টাকা। আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম পিএলসি। তৌফিকা ফুডস এবং লাভলো’র শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দর আগের দিনের তুলনায় বেড়েছে যথাক্রমে- এএফসি এগ্রো বায়োটেক ৯ দশমিক ৮৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ৮৮ শতাংশ, আরডি ফুড ৬ দশমিক ৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৬ দশমিক ৩৭ শতাংশ, আনলিমায়ার্ন ডাইং ৫ দশমিক ৫২ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৫ দশমিক ৩৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৫ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ