1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে আইসিবি অগ্রণী ব্যাংক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
top 10 loser

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে রেয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। আজ (১৩ ফেব্রুয়ারি) ডিএসই’র লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২৯৬ কোম্পানির শেয়ারদর কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আইসিবি অগ্রণী’র শেয়ারের দাম আগের দিন ছিল ৯ টাকা ৩০ পয়সা যা আজ ৮০ পয়সা কমে ৮ টাকা ৫০ পয়সা হয়েছে। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আগের দিনের তুলনায় কোম্পানির দাম ২ টাকা ৭০ পয়সা কমে আজ ৩১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৯১ পয়সা। অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড রেয়েছে দরপতনের তৃতীয় স্থানে। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২০ টাকা যা আজ কমে ১৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৫ শতাংশ।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৭ দশমিক ৪২ শতাংশ, আইসিবি সোনালী ওয়ানের ৬ দশমিক ৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৬ দশমিক ৫৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৩২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ৬ দশমিক ১৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৩৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৩০ শতাংশ মূল্য কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ