1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

শীর্ষ ৩ কোম্পানির বাজার মূলধন বেড়েছে ২৪০৯ কোটি টাকা

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে
share market

সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিন কোম্পানির মূলধন বেড়েছে ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকা। একই সময়ে আরো তিন কোম্পানির বাজার মূলধন কমেছে। বাকি চার কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর বাজার মূলধন বৃদ্ধিতে এগিয়ে রয়েছে ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গেল সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৭৩ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৫ দশমিক ৬৯ শতাংশ। আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২২ হাজার ৯৪০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন বেড়েছে ২ হাজার ৩৪ কোটি টাকা।

বাজার মূলধন বৃদ্ধির এর পরের অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩১৯ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ৬৭২ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১০ হাজার ৩৫৩ কোটি টাকা।

বাজার মূলধন বৃদ্ধির তৃতীয় অবস্থানে থাকা বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন বেড়েছে ৫৮ কোটি টাকা। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৮ হাজার ৮৮৭ কোটি টাকা।

অন্যদিকে, বাজার মূলধন কমার তিন কোম্পানির মধ্যে সপ্তাহের ব্যবধানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ৮৮ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩৬ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৩২৪ কোটি টাকা।

আলোচ্য সপ্তাহে রেনাটা লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬৯০ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১২ হাজার ২৭৮ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৩ হাজার ৯৬৮ কোটি টাকা। এছাড়া লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৯ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৮ হাজার ৫৩৬ কোটি টাকা। সেই হিসাবে বাজার মূলধন কমেছে ৪৬ কোটি টাকা।

অপরদিকে, গত সপ্তাহে বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি), রবি আজিয়াটা লিমিটেড ও বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন অপরিবর্তিত ছিল। সপ্তাহে শেষে কোম্পানিগুলোর বাজার মূলধন দাঁড়িয়েছে যথাক্রমে ৩৮ হাজার ৬৯৯ কোটি, ২৮ হাজার ৯ কোটি, ১৫ হাজার ৭১৩ কোটি ও ১০ হাজার ৩৫৭ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৫৮ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৭৯১ কোটি টাকা। সে হিসাবে ১০ কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৫৬৭ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে এ মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ