1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

ডিভিডেন্ড কমতে পারে আর্থিক খাতের ৭ কোম্পানির

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
dividend

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) আয় কমেছে ৭ কোম্পানির। আয় কমে যাওয়ায় এবছর কোম্পানিগুলোর ডিভিডেন্ড কমতে পারে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তবে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা নির্ভর করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের ইচ্ছা-অনিচ্ছার ওপর। যে কারণে দেখা যায়, কোনো কোনো কোম্পানির আয় বাড়লেও ডিভিডেন্ড কমে যায়। আবার আয় কমলেও ডিভিডেন্ড বেড়ে যায়। অন্যদিকে লোকসানে গেলেও শেয়ারহোল্ডররা ফি বছর ডিভিডেন্ড পায়।

সমাপ্ত অর্থবছরে আয় কমে যাওযা ৭টি কোম্পানির মধ্যে রয়েছে- জিএসপি ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স , আইপিডিসি, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ইউনাইটেড ফিন্যান্স এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বিডি ফাইন্যান্স

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ডেল্টা ব্রাক হাউজিং

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ৩ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

জিএসপি ফিন্যান্স লিমিটেড

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

আইডিএলসি ফিন্যান্স লিমিটেড

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

আইপিডিসি লিমিটেড

অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা।যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৯ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস ১ টাকা ৪৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ১ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ইউনাইটেড ফিন্যান্স

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৫ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল এক টাকা ৯২ পয়সা।

৩০ জুন ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ