সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৮৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৬০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, দর কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৮৪৮ টাকা।