1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে ৭ প্রতিষ্ঠানের শেয়ারে

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে
dse-cse-1

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ ডিসেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানে। এগুলো হলো- লিবরা ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক, ওরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। এই ৭ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশন ।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৩৬.৮২ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ১৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৭.৪৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯.৬০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৯২ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২৩ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৯২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে স্ট্যান্ডার্ড সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.০৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১১ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১০.৫২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ লাখ ১৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৫৬ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১০২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২৫ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.০১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১.৯৪ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৮২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

সপ্তাহজুড়ে ফান্ডটির ১১.১১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ ফান্ডের ২২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ফান্ডটি লুজার তালিকার অষ্টম অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর কমেছে ১০.০০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ ফান্ডের ১ লাখ ৬৯ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

সপ্তাহজুড়ে ফান্ডটির ৯.৭৩ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ ফান্ডের ২৮ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ফান্ডটি লুজার তালিকার দশম অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর কমেছে ৯.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ ফান্ডের ১০ লাখ ৬৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ