শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’ ২০২৩ সাল) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিঙ্গার বাংলাদেশের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময় ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা। এহিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩ টাকা ৩২ পয়সা বা ২৩৭ শতাংশ।
অপরদিকে দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’ ২০২৩ সাল) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে হয়েছিল ২ টাকা ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা।