1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ১ কোটি ১৫ লাখ

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
Corona-world

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস এখন দরিদ্র দেশগুলোতেও ব্যাপকভাবে বিস্তার লাভ করছে।

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল । দেশটিতে ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আক্রান্তের তালিকায় ইতোমধ্যে তিনে উঠে এসেছে ভারত। দেশটিতে প্রায় সাত লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাশিয়ায় বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছেন।

এশিয়ার স্বল্পউন্নত দেশ পাকিস্তান ও বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। পাকিস্তানে ২ লাখ ২৮ হাজার ৪৭৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।

গত বছর ডিসেম্বর থেকে চীনের উহানে দেখা যাওয়া ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৩৬ হাজার ৭২০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ৬৫ লাখ ৩৪ হাজার ৪৫৬ জন মানুষ সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

বাংলার কন্ঠ/০৬ জুলাই, ২০২০/এ এইচ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ