1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনে নতুন তিন মার্কেট মুভার

  • আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে বিডিকম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং সাইফ পাওয়ারটেক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩টির লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাশাপাশি শেয়ার দরও বেড়েছে।

লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে বিডিকম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০.৬৫ শতাংশ।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৪০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৬ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১৭.৫৬ শতাংশ।

সাইফ পাওয়ারটেক লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩২ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৩ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৩.৩৫ শতাংশ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ