1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

এমটিবির করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের করপোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড ব্যাংকটির মোট ৫৩ লাখ ১৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে ব্যাংকটির ১ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৪১৯টি শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার বিক্রি করা হবে।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৯৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৬২ কোটি ২০ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ২২৪। এর মধ্যে ৩৭ দশমিক ৩৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৭০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। ৩১ জুন ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩২ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ