1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

ডিএসইতে এক হাজার ২৪ কোটি টাকার লেনদেন কমেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
DSE-2

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত মঙ্গলবার এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন অর্থাৎ দুই হাজার ৮৩২ কোটি টাকা হলেও গতকাল লেনদেন এক হাজার ২৪ কোটি টাকা কমে ফের দুই হাজার কোটির নিচে নেমে গেছে। একইসঙ্গে আগের দিনের মতো গতকালও সূচকের পতন অব্যাহত ছিল। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ছয় হাজার ৫৫১ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে এক হাজার ৪৩৬ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে দুই হাজার ৩৭৪ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে এক হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা। এদিন ২৬ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৬৪টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ৪৪৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পনিটির ২৫৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২২৯ কোটি ৬৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০২ কোটি ২২ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৬ কোটি ৬৩ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৬১ কোটি ২২ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৫৪ কোটি ৭৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৪০ কোটি ৩১ লাখ, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৩৭ কোটি ৯৯ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩৪ কোটি ৭৩ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মীর আখতার হোসেন লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ৭ দশমিক ৫৮ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৬ দশমিক ৯৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৬ দশমিক ৪৭ শতাংশ এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭৮ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ১১ হাজার ৫৮০ দশমিক ৮৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩০ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ১৯ হাজার ৩১৯ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ১১৮টির দর। সিএসইতে এদিন ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ