1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

ডিএসইর নোটিশের জবাব দিলো তিন কোম্পানি

  • আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
DSE-2

হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি তিনটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে: কোহিনুর কেমিক্যাল, সী পার্ল এবং জেমিনী সী ফুড।

তথ্য মতে, কোহিনুল কেমিক্যালের শেয়ার দর গত ২৮ আগস্ট ছিল ৪১০.৬০ টাকায়। আর ০৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪৮.৫০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩৭.৯০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

সী পার্লের শেয়ার দর গত ৪ সেপ্টেম্বর ছিল ৫৭.১০ টাকায়। আর ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৮.৯০ টাকায়। অর্থাৎ এই ২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.৮০ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

জেমিনী সী ফুডের শেয়ার দর গত ২৯ আগস্ট ছিল ৩৫০.৯০ টাকায়। আর ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৫৩.৪০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০২.৫০ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।

সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি তিনটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটির পক্ষে থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ