1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

রেসের ফান্ডগুলোর ২০৭ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
race-asset-mnajment

শেয়ারবাজারের মন্দায়ও দেশের দ্বিতীয় বৃহত্তম মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা সর্বোচ্চ ফান্ড পরিচালনা করা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের থেকেও বেশি।

রবিবার (১৪ আগস্ট) রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এই লভ্যাংশ ঘোষণা করেছে।

শ্রীলঙ্কার মন্দা ও ডলার সংকটের কারনে ২০২১-২২ অর্থবছরের শেষার্ধে শেয়ারবাজারে বড় পতন হয়। যাতে করে শেয়ারবাজার আয়ের প্রধান উৎস হিসেবে ফান্ডগুলোর ওই সময় মুনাফায় ধস নামে। তারপরেও ফান্ডগুলো ভালো লভ্যাংশ ঘোষণা করছে। যা থেকে বাদ যায়নি রেস ম্যানেজমেন্টের ফান্ডগুলোও।

রেসের ১১ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড় ৭.৯১% হারে ২০৭ কোটি ৩৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৭.২৫% হারে ২০২ কোটি ৩৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারনে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।

এ বছর রেসের সর্বোচ্চ ১১% হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর রয়েছে ৭.৪০ টাকা। এই ৭.৪০ টাকার উপর লভ্যাংশ পাওয়া যাবে ১.১০ টাকা।

ফান্ডগুলোর মধ্যে রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৭.৪০ টাকায় যৌথভাবে রয়েছে ইবিএল এনআরবি ও ইবিএল ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫.২০ টাকায় আছে সর্বনিম্ন ৬% লভ্যাংশ ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত রেস ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

ফান্ডের নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)ইউনিট দর (টাকা)ডিভিডেন্ড ইল্ড
ইবিএল এনআরবি ফান্ড১১%২৪.৬৭৭.৪০১৪.৮৬%
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড৭%২০.২৯৬.৩০১১.১১%
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৭%২০.৯৪৫.৪০১২.৯৬%
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৭%২১.২৫১১.৬৭%
পিএইচপি ফার্স্ট ফান্ড৭%১৯.৭৩৫.৪০১২.৯৬%
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৭%১৬.৭৪৫.৪০১২.৯৬%
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭%১২.৭৫৫.৪০১২.৯৬%
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭%১০.০৩৬.২০১১.২৯%
ইবিএল ফার্স্ট ফান্ড৬.৫০%৯.৪১৭.৪০৮.৭৮%
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৬%৪৬.৫৭৫.২০১১.৫৪%
মোট তালিকাভুক্ত ১০টি ফান্ডগড় ৭.২৫%২০২.৩৮ কোটি টাকাগড় ৬.০১ 

এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ১৪.৫০% হারে ৪ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ