1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
BGIC-

গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৯.০৪ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮.৯৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৮.৮৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮.৭১ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৩৬ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৩৫ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ