ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৯ কোটি ১১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ফার্মা ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
লাফার্জহোলসিম লিমিটেড ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেট, এসিআই ফরমুলেশন, এএফসি অ্যাগ্রো, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি,বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিকো গ্রীণ সুকুক, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইসিবি, ইমাম বাটন, আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, শাশা ডেনিমস, এসকে ট্রিমস, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।