1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

কিছুটা কমেছে ডলারের দাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে
Doller

ডলারের দাম একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। বুধবার (১৮ মে) দিনের শেষ দিকে খোলাবাজারে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে। আর ব্যাংকগুলো ৯২ টাকা ৪৫ পয়সা থেকে ৯৮ টাকায় ডলার বিক্রি করেছে।

বুধবার (১৮ মে) মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় ব্যাংকপাড়া ও কার্ব মার্কেটে (খোলা বাজারে) এই দরে ডলারের লেনদেন হতে দেখা গেছে।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সোনালী ব্যাংক ডলার বিক্রি করেছে ৯২ টাকা ৪৫ পয়সা থেকে ৯২ টাকা ৫০ পয়সা। অগ্রণী ব্যাংক ডলার ৯২ টাকা ৫০ পয়সায় এবং জনতা ব্যাংক ৯৪ টাকায় ডলার বিক্রি করেছে। তবে বেসরকারি ব্যাংকের ডলারের দাম আরেকটু বেশি ছিল।

এদিকে মানি এক্সচেঞ্জগুলোর সঙ্গে আলাপকালে কর্মকর্তা জানিয়েছেন, দিনশেষে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৮ টাকায় বিক্রি হয়েছে। তবে সকালে বিক্রি হয়েছে ৯৯ টাকা থেকে ১০০ টাকায়। কোন কোন মানি এক্সচেঞ্জ বুধবার সকালে প্রতি ডলার ১০১ টাকায় বিক্রি করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ