1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

মুনাফার ৪৮ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে পিপলস ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
people-insurance (1)

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৫২ শতাংশ রিজার্ভে যোগ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্সের ২০২১ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ২.৫৮ টাকা হিসেবে ১১ কোটি ৯২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.২৫ টাকা করে মোট ৫ কোটি ৭৮ লাখ টাকা বা ৪৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৬ কোটি ১৪ লাখ টাকা বা ৫২ শতাংশ রিজার্ভে যোগ হবে।

এর আগে কোম্পানিটির পর্ষদ ২০২০ সালের ব্যবসায় ২.২৬ টাকা ইপিএসের বিপরীতে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ৪৯ শতাংশ।

উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পিপলস ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৬ কোটি ২০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৯ এপ্রিল লেনদেন শেষে দাড়িঁয়েছে ৫৫.৫০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ