1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ

  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
corona

বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো পৌনে ৮ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৪৯ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৯৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৪৯ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ২২৪ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৬৭১ জন।

রবিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬২ লাখ ০১ হাজার ৮৫৩ জনের। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬১ লাখ ৯৯ হাজার ২৭৬ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২ হাজার ৫৭৭ জন। ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত সুস্থ হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৬৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১২ হাজার ১৩১ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ২৭১ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০১ লাখ ৪৫ হাজার ১৯২ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ২৭০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ