1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

করোনায় বিশ্বে আরো ১৮ লাখ শনাক্ত, মৃত্যু ৯ হাজার

  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
Corona-world

বিশ্বে করোনা ভাইরাসে এক দিনে আরো ১৮ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে এ সময়ে প্রাণ হারিয়েছে প্রায় ৯ হাজার। বুধবার (০৯ মার্চ) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৪ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৬০৪ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল ৪৪ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৫৯১ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ২০ হাজার ০১৩ জন।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬০ লাখ ৩৬ হাজার ২২০ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬০ লাখ ২৭ হাজার ৩৫৭ জন। এহিসেবে ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে ৮ হাজার ৮৬৩ জন। আর বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৮ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ৫১৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৯৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৮৮৩ জনের। মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। আর ব্রাজিলে ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৯৬৪ জনের। মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৯৩৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ