1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

ম্যাকসন্স স্পিনিংয়ে প্রতারণা

  • আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
Maksons

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস কর্তৃপক্ষ প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে এমনটি করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানিয়েছেন, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ম্যাকসন্স স্পিনিংয়ের ৪ কোটি ১৬ লাখ টাকা রয়েছে। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরের ১ কোটি ৯৮ লাখ টাকা অন্তর্ভূক্ত আছে।

কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন ম্যাকসন্স কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ম্যাকসন্স স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৮ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (৩০ নভেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ২৩.৫০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ