1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
shareholder

আজ সোমবার (২৫ অক্টোবর) পতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। যা শুরুর সোয়া এক ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়। আর দুপুর ১২টা ৩৬ মিনিটে বেড়ে তা ১৬৪ পয়েন্ট কমে যায়। এই পতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

এদিন দুপুর ১২টায় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩১৫টির আর ২৫টির দর অপরিবর্তিত ছিল। আর দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি টাকার।

গত কয়েকদিন ধরে শেয়ারবাজার পতনের মধ্যে রয়েছে। এই বাজার সাত কার্যদিবস পর গত বৃহস্পতিবার উত্থানে ফিরলেও রবিবার (২৪ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবস আবার বড় পতন হয়। তবে সোমবার (২৫ অক্টোবর) আড়াই ঘন্টার ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়।

এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক আজ দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ