1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

৩৫ দিন পর ভারতে দৈনিক মৃত্যু নামল ৩ হাজারের নিচে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
corona 2

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৭ এপ্রিলের পর মঙ্গলবার (১ জুন) প্রথমবারের মতো দেশটিতে দৈনিক করোনায় মৃত্যু ৩ হাজারের নিচে নামল। ভারতে এখন পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জন।

এদিকে, ভারতে ৫১ দিন পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, নতুন এই আক্রান্ত মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।

দৈনিক সংক্রমণ কম এবং দৈনিক সুস্থ বেশি হওয়ার জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৩০ হাজারেরও বেশি। আপাতত ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার জন।

মোট আক্রান্ত কমায় রাজগুলোর সংক্রমণ হারও নামতে শুরু করেছে।

মহারাষ্ট্রের দৈনিক আক্রান্ত নেমেছে ১৫ হাজারের ঘরে। কর্নাটক এবং কেরালায় তা যথাক্রমে ১৬ হাজার ৬০৪ এবং ১২ হাজার ৩০০ জন। গত দুই দিন ধরে তামিলনাড়ুর দৈনিক সংক্রমণও ৩০ হাজারের নিচে থাকছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৩৬ জন।

অন্ধ্রপ্রদেশে আক্রান্ত নেমেছে ৭ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে তা ১০ হাজারের ঘরে। ওড়িশাতেও দৈনিক সংক্রমণ হচ্ছে ১০ হাজারের কম। আসামে তা সাড়ে ৩ হাজারের কম এবং পঞ্জাবে তা আড়াই হাজারের আশপাশে।

এ ছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে, তেলঙ্গানা, বিহার, হরিয়ানার মতো রাজ্যে দৈনিক আক্রান্ত ২ হাজারে নিচে নেমেছে। দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ১ হাজারের কম মানুষ আক্রান্ত হচ্ছেন গত কয়েক দিন ধরেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ