1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফুরফুরে মেজাজে ৩ খাতের বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : শনিবার, ২২ মে, ২০২১
tpo

দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে বিদায়ী সপ্তাহে। বেড়েছে সূচক, বেড়েছে লেনদেন, বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

গেল সপ্তাহে ডিএসইর ২০ খাতের মধ্যে ৯ খাতের শেয়ারে চাঙ্গাভাব ছিল। খাতগুলোর শেয়ারদর বেড়েছে। শেয়ারদর বাড়াতে এই ৯ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রির্টানে ভালো মুনাফা পেয়েছে। তারমধ্যে তিন খাতের বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে। এ তিন খাতের বিনিয়োগকারীরা ফুরফুরে মেজাজে রয়েছে। খাত ৩টি হলে- তথ্য প্রযুক্তি, ব্যাংক এবং লাইফ ইন্সুরেন্স খাত। এই তিন খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩.১০ শতাংশ থেকে ১০.১ শতাংশ পর্যন্ত।

গেল সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩৮.৯৪ শতাংশ। এ খাতে জেনেক্স ইনফোসিসের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩৮.৯৪ শতাংশ।

এরপর ব্যাংক খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৪.৮০ শতাংশ। বিনিয়োগকারীরা এ খাতে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৪২.৮৬ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৭৭ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৪.২৯ শতাংশ।

সর্বোচ্চ মুনাফা পাওয়ার তৃতীয় স্থানে রয়েছে জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩.১০ শতাংশ। এ খাতে বিনিয়োগকারীরা বেশি মুনাফা পেয়েছে রূপালী লাইফের ১৩.৭০ শতাংশ, মেঘনা লাইফের ১৩.৩১ শতাংশ, সান লাইফের ৮.৯৮ শতাংশ, সন্ধানী লাইফের ৭.৮৪ শতাংশ, প্রাইম লাইফের ৭.৩৮ শতাংশ।

এছাড়া, রিয়েল এস্টেট ও সার্ভিসেস খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২.৪০ শতাংশ, জেনারেল ইন্সুরেন্স খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২.২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে .৭ শতাংশ, বিবিধ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে .৬ শতাংশ এবং আর্থিক খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে .৬ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ