1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

  • আপডেট সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
NRBC

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া পর বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি)। কোম্পানির এ আইপিও আবেদন গ্রহণ চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৮ নভেম্বর, ২০২০ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানি ১০ টাকা ইস্যু মূল্যের ১২ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানি বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করবে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৮৬ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট ও এএফসি ক্যাপিটাল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ