1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টিনে

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
who1

কোয়ারেন্টাইনে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার জেরে তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। খবর এবিসি নিউজের।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইট বার্তায় আইসোলেশনে থাকার কথা ডাব্লিউএইচও প্রধান নিজেই জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, বর্তমানে নিজের শারীরিক অবস্থা ভালো আছে। করোনা আক্রান্তের কোনো লক্ষণও দেখা যায়নি।

তিনি আরো বলেছেন, বাড়তি সতর্কতা হিসেবে বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করবেন। করোনা মহামারির শুরু থেকেই সেল্ফ আইসোলেশনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্ববাসীকে বার বার সতর্ক করে আসছেন তিনি।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৭০ জন এবং মারা গেছে ১২ লাখ পাঁচ হাজার তিনশ ২১ জন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ