1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

মূলধন বাড়াতে হাজার কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
jamuna-bank-600x337

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি মূলধন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার নন-কনভার্টিবল, কুপন বিয়ারিং, সাবঅর্ডিনেটেড রিডিমেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ব্যাংকটি পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে তাদের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চায়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ব্যাংকটি।

রোববার অনুষ্ঠিত ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনসংক্রান্ত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৮২ কোটি ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১২৩ কোটি ৭৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫.১৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৭০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৯১ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ