চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে তারা তাদের ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন। এসব শেয়ারের মোট ক্রয়মূল্য দাঁড়িয়েছে ১৭২ টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
যে কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনেছেন, সেগুলো হলো: স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার।
স্কয়ার ফার্মা
ফার্মা ও রসায়ন খাতে শীর্ষ ডিভিডেন্ড দেওয়ার অন্যতম কোম্পানি স্কয়ার ফার্মার চার পরিচালক প্রত্যেকে ১৫ লাখ করে কোম্পানিটির ৬০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। পরিচালকদের অঞ্জন চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ১৫ লাখ শেয়ার এবং ৪ মার্চ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাঁরা ইতোমধ্যে শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২১৮ টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিল ২১৫ টাকা। সে হিসাবে ৩০ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৬৫ কোটি টাকার বেশি।
কোম্পানিটির অন্য দুই পরিচালক স্যামুয়েল চৌধুরী ১০ মার্চ ১৫ লাখ শেয়ার এবং রত্না পাত্র ১২ মার্চ ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে শেয়ারটি ২১৯-২২০ টাকা দামে লেনদেন হচ্ছে। শেয়ারটির লেনদেন দেখে মনে হচ্ছে তাদের শেয়ারও প্রায় কেনা সম্পন্ন হয়েছে। বর্তমান মূল্যে ঘোষিত ৩০ লাখ শেয়ারের মূল্য দাঁড়াবে ৬৬ কোটি টাকার বেশি।
এসিআই লিমিটেড
ফার্মা ও রসায়ন খাতে শীর্ষ ডিভিডেন্ড দেওয়া অন্যতম আরেক কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌলা গত ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঘোষিত শেয়ার তিনি ৬ মার্চের মধ্যে কেনা সম্পন্ন করেছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ১৬৯ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৫১ টাকা ৬০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ৪০ কোটি টাকার বেশি।
অ্যাপেক্স ফুটওয়্যার
চামড়া খাতের শীর্ষ ডিভিডেন্ড দেওয়া কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী গত ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি ৯ মার্চের মধ্যে ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ওই সময়ে শেয়ারটির সর্বোচ্চ বাজার মূল্য ছিল ২০৮ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১৯৯ টাকা ২০ পয়সা। সে হিসাবে ২৫ লাখ শেয়ারের ক্রয় মূল্য দাঁড়াবে ১ কোটি টাকারও বেশি।