1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পুঁজিবাজারে হূমড়ি খেয়ে পড়ার মত ঝুঁকছেন বিদেশী বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
taka

দেশের পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগকারীদের ঢল। ইতিবাচক প্রবণতায় লেনদেনে হূমড়ি খেয়ে পড়ার মত ঝুঁকছেন বিদেশী বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় আগের মাসের একইসময়ের তুলনায় (১-১৫ জুলাই) তুলনায় চলতি মাসের প্রথমার্ধে (১-১৫ আগস্ট) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯১ শতাংশ। আর ২০১৯ সালের একইসময়ের তুলনায় এই বৃদ্ধির হার ৮৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,চলতি মাসের প্রথমার্ধে বিদেশী বিনিয়োগকারীরা ৪৫৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন করেছেন। যার পরিমাণ জুলাই মাসের প্রথমার্ধে ছিল ২৩৮ কোটি ৬৩ লাখ টাকার। এ হিসেবে চলতি মাসের প্রথমার্ধে লেনদেন বেড়েছে ২১৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার বা ৯১ শতাংশ।

এদিকে জুলাই মাসের শেষার্ধে (১৬-৩১ জুলাই) বিদেশী বিনিয়োগকারীরা ২৮৩ কোটি ৬০ হাজার টাকার লেনদেন করেছিল। এ হিসেবে চলতি মাসের প্রথমার্ধে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার বা ৬১ শতাংশ।

অপরদিকে ২০১৯ সালের আগস্ট মাসের প্রথমার্ধে বিদেশী বিনিয়োগকারীরা ২৪১ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন করেছিল। এ হিসেবে চলতি বছরের আগস্টের প্রথমার্ধে বিদেশীদের লেনদেন বেড়েছে ২১৪ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার বা ৮৯ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ