1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Walton12

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম রেজাউল আলম তার স্ত্রী ও মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। গত ২২ জানুয়ারি তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

ডিএসইর তথ্যমতে, ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার ও মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার দিয়েছেন। শেয়ার হস্তান্তরের দিনে গত সোমবার ডিএসইতে শেয়ারটির সমাপনী দর ছিল ৪৮৯ টাকা ৫০ পয়সা। সে হিসেব হস্তান্তরকৃত শেয়ারগুলোর দর দাঁড়ায় ৫৯৩ কোটি ২৭ লাখ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি ইপিএস হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৫৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৫ টাকা ৪৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ ক্যাশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৮৪ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ