1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

সূচক বেড়ে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
share top

টানা ৭ কর্মদিবস নেতিবাচক প্রবণতায় থাকার পর রোববার (০২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে সোয়া ১৩ পয়েন্ট। তারই ধারাবাহিতকতায় আজ সোমবার ডিএসইর সূচক বেড়েছে আরও সাড়ে ১৯ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইতে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। আজ সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৯টির, কমেছে ১১৩টির ও পরিবর্তন হয়নি ৬৭টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ কোটি ১৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ৫১ পয়েন্ট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ