শেয়ারবাজারে তালিকাভুক্ত এক কোম্পানির বোর্ড সভা আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হলো হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করা হবে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ১১ টাকা ৮১ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।