1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

ঢাকা কলেজে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সোমবার সকাল ৯ টা থেকে ঢাকা শহর অবরোধের ঘোষণা দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। তবে এখনো রাস্তায় নামেনি তারা। শিক্ষার্থীরা এখন ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ৫০ থেকে ৬০ জনের মতো শিক্ষার্থী ক্যাম্পাস এলাকায় জড়ো হয়েছে। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, না ঘুমিয়ে সারারাত জেগে থাকায় অনেক শিক্ষার্থী ক্লান্ত তাই কিছুক্ষণ পর তারা ক্যাম্পাসে আসবে।

এদিকে সার্বিক নিরাপত্তার স্বার্থে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ