1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শেয়ারবাজারে সরকার আনছে বড় পরিবর্তন

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
dse-cse-trade

অন্তর্বর্তী সরকার শেয়ার বাজারকে সংস্কার ও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেয়ার বাজারের সংস্কার কার্যক্রমে সাময়িকভাবে কিছু যন্ত্রণা সইতে হবে। সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের শেয়ার বাজারের গভীরতা অনেক কম। ভালো কোম্পানিগুলো এখানে আসতে কম আগ্রহী। এসব কোম্পানির মালিকরা ভাবেন, ছেলে হবে পরিচালক, বউ চেয়ারম্যান। ব্যবসায় যা মুনাফা হবে, তা নিজেরা ভোগ করবেন। শেয়ার বাজারে আসা মানেই ভালো ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন উন্নত হওয়া। কিন্তু অনেকে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে চান না। তাই তারা বাজারে আসতে আগ্রহী নন।

সালেহউদ্দিন বলেন, এখন সময় এসেছে শেয়ার বাজারের গভীরতা বাড়ানোর। ভালো ভালো কোম্পানি বাজারে আনতে হবে। এ জন্য করের সুবিধাসহ সরকারি নীতি–সহায়তা দরকার, সরকার এবার সব বিবেচনা করবে। এছাড়া কিছু সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সমস্যা আছে। এছাড়া দলগতভাবে দেশের কল্যাণে কাজ করার উদ্যোগেও ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে সমন্বয় বা যোগাযোগ আগের চেয়ে অনেক কমে গেছে। শেয়ার বাজারের স্বার্থে এই যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে।

এছাড়াও শেয়ার বাজারে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গ্রহণের জন্য ডিএসইসহ শেয়ার বাজার–সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভারতের শেয়ার বাজারে দেশটির প্রবাসীদের বড় ধরনের বিনিয়োগ আছে। আমাদের প্রবাসীদের মধ্যেও অনেকের বিনিয়োগের সামর্থ্য রয়েছে। তাদের বিনিয়োগের জন্য উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, বাজারে সূচক বাড়লেই সবাই খুশি হন কিন্তু বাজার যখন বেশি ওপরের দিকে যায়, তখন একটু সতর্ক হতে হবে। অনেক সময় নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতির কারণে শেয়ার বাজারে সমস্যা দেখা দেয়। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। অতীত অভিজ্ঞতায় দেখেছি, ব্যাংকগুলো বাজারে বেশি বিনিয়োগ করায় বাজার অনেক ওপরে উঠে গিয়েছিল। এরপর হঠাৎ ব্যাংকগুলোকে বিনিয়োগ কমিয়ে আনার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বাজার ক্ষতিগ্রস্ত হয়।

ব্যাংকের ঋণনির্ভর অর্থনীতি টেকসই কোনো অর্থনীতি নয় বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে শিল্প গড়লে অনেক সময় টাকা ফেরত না দিলেও চলে। এ কারণে আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যাংক ঋণনির্ভরতা বেশি।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ