1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা ও জ্বালানি নিয়ে উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্যরা দেশে বিরাজমান আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এফআইসিসিআই’র সদস্যরা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ বিঘ্নিত হচ্ছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। এসব সমস্যা দ্রুত সমাধান করার প্রস্তাব দিয়েছেন এফআইসিসিআইয়ের সদস্যরা।

বৈঠকে উপস্থিত এফআইসিসিআই’র সদস্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা রেগুলার এনার্জি সাপ্লাই চাই। মিড টার্ম ও লং টার্মে এনার্জি চাই। এ এনার্জি অ্যাফোর্ডেবল ও গ্রিন এনার্জি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সবকিছুর সঙ্গে সংগতিপূর্ণ থাকার চেষ্টা করে। আমরা স্থানীয় আইনও মেনে চলি, সেই সঙ্গে গ্রুপের আইনও মেনে চলতে হয়। যার কারণে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে মার্কেট শেয়ারের তুলনায় বেশি ট্যাক্স দিতে হয়।’

বিদেশি বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেন, ‘প্রতি বছর যদি নতুন নতুন পলিসি আসে আর চেঞ্জ হয় তা বিনিয়োগকারীদের কনফিডেন্স নষ্ট করে। ইনভেস্টররা বাংলাদেশে আসে কিন্তু লং টার্মের জন্য। তাকে লং টার্ম প্রিডেক্টিবল পলিসি দিতে হবে যেটার মাধ্যমে সে প্রেডিক্ট করতে পারবে যে তার ইনভেস্টমেন্টটা কি হয়।’

আরেক মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বাংলাদেশের জন্য কাজ করি। আমাদের প্রতিষ্ঠান ৩৫টা দেশকে রিপ্রেজেন্ট করে। এ ৩৫টা দেশে যে বিনিয়োগকারীরা আছেন তারা আমাদের কাছে অনুরোধ করেছেন, আমরা যেন বাংলাদেশের হয়ে কাজ করি।

বৈঠক নিয়ে এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আক্তার বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের আমাদের প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে, আমরা বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের একজন শক্তিশালী প্রতিনিধি হিসেবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য যা ভালো তা ব্যবসার জন্যও ভালো হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ